গাইবান্ধা প্রতিনিধি

  ২৩ নভেম্বর, ২০২২

গাইবান্ধায় ক্ষেতমজুর সমিতির ১১ দফা দাবি

ছবি : প্রতিদিনের সংবাদ

চাল, ডাল, আটাসহ দ্রব্যমূল্য কমানোসহ ১১ দফা দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে সমাবেশ করেছে জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি। বুধবার (২৩ নভেম্বর) দুপুরে স্থানীয় কালিরবাজার বটতলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কৃষিমন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রী বরাবর ১১ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সংগঠনের উপজেলা সভাপতি আব্দুল হামিদ সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা কমিউনিস্ট লীগের সম্পাদক রেবতী বর্মন, জেলা কৃষক ক্ষেতমজুর নেতা আব্দুল্যাহ সরকার, সাইফুল ইসলাম, ইউনুস আলী, ছকু মিয়া, অনিল বর্মন প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখিত ১১ দফা দাবিগুলো হচ্ছে চাল, ডাল, আটাসহ ঊর্র্ধ্বগতি দ্রব্যমূল্য কমানো, কৃষকের ফসলের লাভজনক মূল্য নিশ্চিত, এক হাজার ২০০ টাকা মণ দরে প্রত্যেক কৃষকের কাছ থেকে ধান ক্রয়, পূর্ণাঙ্গ রেশন ব্যবস্থা চালু, সারসহ কৃষি উপকরণের দাম কমানো, নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ, সার সরবরাহ, ইরি চাষে সেচ পাম্পে সম্পূর্ণ ভর্তুকি প্রদান, হাঁস-মুরগি, গবাদি পশুখাদ্য, ওষুধের দাম কমানো, কৃষককে পর্যাপ্ত ব্যাংক ঋণ প্রদান, কমিউনিটি ক্লিনিকে এমবিবিএস ডাক্তার নিয়োগ, সামাজিক সুরক্ষা ভাতাসহ বয়স্ক, বিধবা ভাতা পাঁচ হাজার টাকা করা, বয়স্ক ভাতার বয়সসীমা ৫৫ বছর নির্ধারণ, ফুলছড়ি উপজেলার যমুনা নদী ভাঙনের স্থায়ী সমাধান, উদাখালী-উড়িয়া-কঞ্চিপাড়া ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনের জন্য রতনপুর এলাকায় ওয়াপদা বাঁধে রেগুলেটর নির্মাণ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
১১ দফা দাবি,গাইবান্ধা,ক্ষেতমজুর সমিতি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close