ভোলা প্রতিনিধি

  ২৩ নভেম্বর, ২০২২

ভোলায় বসেছে ক্ষুদে বিজ্ঞানীদের মেলা

ছবি: সংগৃহীত

ভোলায় বসেছে ক্ষুদে বিজ্ঞানীদের মেলা। স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিজেদের প্রচেষ্টায় উদ্ভাবন করেছেন বিজ্ঞান বিষয়ক যন্ত্রপাতি ও প্রযুক্তি। যা ব্যবহারেরর মাধ্যমে স্বল্প সময়ে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি বিজ্ঞান বিষয়ে ধারণা পাবেন শিক্ষার্থীরা। দুই দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ এবং সপ্তম বিজ্ঞান অলিম্পয়াডে ঢল নেমেছে দর্শনার্থী ও ক্ষুদে বিজ্ঞানীদের।

বুধবার (২৩ নভেম্বর) সকালে ভোলা সদর উপজেলা মিলনায়তনে মেলা উদ্বোধন করেন সদর উপজেলার চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। এতে বিভিন্ন বিদ্যালয় ও কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান ২৫টি স্টল দিয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে।

আয়োজকরা বলছেন, এমন মেলার মাধ্যমে ভবিষ্যতে শিক্ষার্থীরা তাদের মেধা খাটিয়ে আরও বেশি এগিয়ে যাবে এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে আগ্রহ পাবে। যার মধ্যমে তাদের প্রতিভার বিকাশ ঘটবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভোলা,বিজ্ঞানী,মেলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close