সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২৩ নভেম্বর, ২০২২

সাইকেলে স্কুলে যাবে চরাঞ্চলের শিক্ষার্থীরা

সিরাজগঞ্জের কাজিপর উপজেলার প্রত্যন্ত চরের শিক্ষার্থীদের স্বপ্ন সত্যি হয়েছে। তিনটি বিদ্যালয়ের ৪১ জন শিক্ষার্থী এখন সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাবে। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে চরগিরিশ ইউনিয়ন পরিষদ চত্বরে রঘুনাথপুর উচ্চ, রাজনাথপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও চরগিরিশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাইকেল প্রদান করা হয়েছে।

কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার শিক্ষার্থীদের সাইকেল বিতরণ করেন। এ সময় রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী কনা খাতুন বলে, চরে স্কুলে আসা যাওয়ার জন্যে কোনো গাড়ি পাওয়া যায় না। এখন সাইকেল পেলাম। এখন থেকে যাতায়াতের কষ্ট দূর হলো। অপর এক ছাত্রী আশা খাতুন জানায়, চরাঞ্চলে চলাচলের যানবাহনের ব্যাপক সমস্যা রয়েছে। সাইকেল পাওয়ার ফলে আমাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।

রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানায়, শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত ছিল অনেক সমস্যা। সাইকেল পাওয়ায় শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা দূর হবে। পাশাপাশি শিক্ষা উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

এ সময় উপস্থিত ছিলেন চরগিরিশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জিয়াউল হক, ইউপি সচিব আবু সাঈদ, প্রকল্পের চেয়ারম্যান আমিনা খাতুন মেম্বার, চরগিরিশ ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন, খোরশেদ আলম সিপন, আব্দুল মান্নান বাদল, মর্জিনা খাতুন প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাইকেল,চরাঞ্চলের শিক্ষার্থীরা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close