পঞ্চগড় প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০২২

পঞ্চগড়ে কৃষক সমাবেশ

ছবি: প্রতিদিনের সংবাদ

দেশের এক ইঞ্চি জমিও পরিত্যক্ত রাখা যাবে না- প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ নভেম্বর) বিকেলে সদর উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশের আয়োজন করে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রিয়াজউদ্দীন ও বিএডিসির উপ-পরিচালক মাজহারুল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের পঞ্চগড় সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসামাইল হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা, মাগুড়া ইউপি চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় প্রমুখ। কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সদর উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপ-সহকারী ভূমি কর্মকর্তা, উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ, কৃষক সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পঞ্চগড়,কৃষক,সমাবেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close