ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০২২

ফুলবাড়িয়ায় ওয়ানগালা উৎসব

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দরগাচালা খ্রিস্ট রাজা ধর্মপল্লীর উদ্যোগে খ্রিস্ট রাজা পর্বও ওয়ানগালা উৎসব পালিত হয়েছে। রোববার (২০ নভেম্বর) বাবুলের বাজার দরগাচালা খ্রিস্ট রাজা ধর্মপল্লীতে এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ হারুন, আওয়ামী লীগ নেতা ডা. তোফাজ্জল হোসেন, ফুলবাড়ীয়া ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লুইস সুপ্রভাত জেংচাম, ধর্মপল্লী চার্চের ফাদার শিমন হাচ্চা প্রমুখ।

ফুলবাড়ীয়া ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লুইস সুপ্রভাত জেংচাম বলেন, আদিকাল থেকেই গারোরা বিশ্বাস করেন প্রাকৃতিক যা কিছু সম্পদ সবই দেবতাদের সৃষ্টি এবং দান। তাই নবান্নের শুরুতে নিজেদের খাবার হিসেবে ব্যবহার করার আগে গারোরা তাদের উৎপাদিত ফসলাদি আগে মিসি সালজংসহ বিভিন্ন দেবতাদের নামে উৎসর্গ করতো। কিন্তু গারোরা খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়ে এখন ঈশ্বরের নামে ফসলাদি উৎসর্গ করে থাকেন। গারোদের কৃষিবর্ষের সর্বশেষ, সর্ববৃহৎ আনন্দ উৎসব হচ্ছে ওয়ানগালা। ওয়ানগালা শুধু ধর্মের বিষয় নয়, গারোদের সামাজিক ও সাংস্কৃতিক উৎসব হিসেবেও ওয়ানগালা প্রধান উৎসব।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ময়মনসিংহ,ফুলবাড়ীয়া,খ্রিস্ট রাজা,ধর্মপল্লী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close