reporterঅনলাইন ডেস্ক
  ২০ নভেম্বর, ২০২২

বিজিবি-বিএসএফের মানবিক উদ্যোগ 

বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীনস্থ আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ১০১ এর নিকট প্রতিপক্ষ ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ভাতগাছি গ্রামের নাগরিক ওয়াছন বিবি (৯০) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। উক্ত ভারতীয় নাগরিকের মেয়ে মোছা. আমিরা খাতুন, স্বামী-উজ্জল শেখ, গ্রাম ও পোস্ট-আনন্দবাস, থানা-মুজিবনগর, জেলা-মেহেরপুর ভারতীয় ভূখণ্ডে মৃত্যুবরণকারী মাকে শেষ দর্শনের জন্য বিজিবির নিকট অনুরোধ করে। খবর বিজ্ঞপ্তির।

তার অনুরোধের প্রেক্ষিতে শনিবার (১৯ নভেম্বর) মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বিজিবি তাৎক্ষণিকভাবে বিএসএফের সাথে যোগাযোগ ও প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে বিকেল ১৫১০ ঘটিকা হতে ১৫২০ ঘটিকা পর্যন্ত মৃতের নিকটাত্মীয় স্বজনদের উপস্থিতিতে মৃত ব্যক্তির মেয়ের শেষ দর্শনের ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, সীমান্তে শান্তি, সম্প্রীতি বজায় রাখতে এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সু-সম্পর্ক উন্নয়নে বিজিবি-বিএসএফের এই মানবিক কার্যক্রম উভয়ই দেশের সীমান্তে বসবাসরত জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিজিবি,বিএসএফ,মানবিক উদ্যোগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close