পাবনা প্রতিনিধি

  ২০ নভেম্বর, ২০২২

বাউলদের ওপর হামলার প্রতিবাদে পাবনায় মানবন্ধন

ছবি : প্রতিদিনের সংবাদ

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার লাউবাড়িয়া গ্রামে সাধুসঙ্গে বাউলদের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবিতে পাবনায় মানববন্ধন হয়েছে। রবিবার (২০ নভেম্বর) সকালে কুলনাশা বাউলসঙ্গ গাছপাড়া ভক্তবৃন্দের আয়োজনে পাবনা হামিদ রোডে প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন হয়।

গাছপাড়া কুলনাশা বাউল সঙ্গ সভাপতি রাজীব পবনের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য দেন সুজানগর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তৌফাজ্জাল তৌফা, সাংবাদিক রবিউল ইসলাম রনি, মাহমুদুল হাসান হালিম বয়াতী, তমাল, সাত্তার ফকিরসহ ভক্তরা।

এ সময় বক্তারা বলেন, লালন অনুসারী ভক্তরা সাধুরা খুবই শান্তি প্রকৃতির মানুষ। তারা কোনো প্রকার অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত হয় না। সাধুদের উপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠ বিচার দাবি করেন।

এর আগে গত ৫ নভেম্বর রাতে উপজেলার লাউবাড়িয়া এলাকায় পলান ফকিরের বাড়িতে সমবেত হয়েছিলেন সাধুরা। সেখানে তাদের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হয়েছেন আট নারী-পুরুষ। এ ঘটনায় দৌলতপুর থানায় ১৯ জনকে আসামি করে মামলা করেন পলান ফকির। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাউল,হামলার প্রতিবাদ,পাবনায় মানবন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close