গাজীপুর প্রতিনিধি

  ২০ নভেম্বর, ২০২২

ব্রিতে ‘আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি’ প্রশিক্ষণের সমাপনী

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) ‘আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি’ বিষয়ে দুই মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।

গাজীপুরে ব্রি সদর দপ্তরের প্রশিক্ষণ ভবনে প্রশিক্ষণ বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিক্ষণ বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (চ.দা.) ও প্রধান ড. মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আবু বকর ছিদ্দিক।

জানা গেছে, সনদ বিতরণী অনুষ্ঠানে তিনজন প্রশিক্ষনার্থীকে ডিজি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন ব্রির নতুন নিয়োগপ্রাপ্ত বিজ্ঞানীসহ ২৪ জন বিজ্ঞানী।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রশিক্ষণ,ধান উৎপাদন,গাজীপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close