লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৭ নভেম্বর, ২০২২

লোহাগাড়ায় ইটভাটা থেকে ১৪০০ ঘনফুট কাঠ জব্দ

ছবি : প্রতিদিনের সংবাদ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়েছে পদুয়া বনবিভাগ। এ সময় ১ হাজার ৪০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে এ অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। অভিযানে ডলুবিট কর্মকর্তা রাহুল মুনতাসিরসহ বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলামের নির্দেশে গোপন সংবাদরে ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপজেলার ঘইক ব্রিক ফিল্ডের সংলগ্ন পূর্ব রাজঘাটার ঈজই ব্রিক ফিল্ডের সংলগ্ন লম্বাকাটা নোয়ারবিলা, কগই ব্রিক ফিল্ডের সংলগ্ন চরম্বা নয়া বাজার, গজই ব্রিক ফিল্ড সংলগ্ন গৌড়স্তান লাকড়ীপাড়া থেকে ১ হাজার ৪০০ ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়।

পদুয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করে এসব কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত কাঠগুলো বনবিভাগের হেফাজতে রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লোহাগাড়া,ইটভাটা,কাঠ জব্দ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close