মাসুম বিল্লাহ, দুর্গাপুর (নেত্রকোনা)

  ১৭ নভেম্বর, ২০২২

দুর্গাপুরে কালচারাল একাডেমিতে নবান্ন উৎসব

ছবি : প্রতিদিনের সংবাদ

এসো মিলি সবে নবান্নের উৎসবে- এ প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে নবান্ন উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৬ নভেম্বর) বিকেলে একাডেমির হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভা সঞ্চালনা করেন একাডেমির নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং। সভায় বক্তব্য রাখেন, প্রবীণ শিক্ষাবিদ মনিন্দ্র নাথ মারাক, পৌর কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপু, কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা সৃজন সাংমা, নারী নেত্রী লুদিয়া লুমা সাংমা প্রমুখ।

বক্তারা বলেন, বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার-অনুষ্ঠান ও উৎসব পালন হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্য। অগ্রহায়ণের শুরুতেই চলে উৎসবের নানা আয়োজন। নতুন ধান কাটা আর সেই ধানের প্রথম অন্ন খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় এ উৎসব।

আলোচনা পর্ব শেষে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গ্রাম বাংলার সাংস্কৃতিক চিত্র তুলে ধরেন কালচারাল একাডেমির শিল্পীরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দুর্গাপুর,কালচারাল একাডেমি,নবান্ন উৎসব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close