হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

  ০৭ অক্টোবর, ২০২২

মা ইলিশ সংরক্ষণ, হাতিয়ায় প্রথম দিনেই আটক ৪ 

প্রতীকী ছবি

মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনেই নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীর তীরবর্তী নলচিরা ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৩৫ কেজি মাছসহ চারজনকে আটক ও জরিমানা করা হয়।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার নলচিরা ঘাট দিয়ে ইলিশ পরিবহনের সময় মো. আনোয়ার (৩২) নামের এক পরিবহনকারীসহ চারজনকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট। আটক পরিবহনকারী মো. আনোয়ার ১নং হরনী ইউনিয়নের আলী আজ্জমের ছেলে। মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন জানান, জব্দ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাতিয়া,মা ইলিশ সংরক্ষণ,আটক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close