মো. মনির হোসেন কাজী, ভান্ডারিয়া
ভান্ডারিয়ায় নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি ১৩ দিনেও

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামের নিখোঁজ মাদ্রাসাছাত্র আব্দুল্লাহ আল মুসার (১৪) সন্ধান মেলেনি ১৩ দিনেও। সে নেছারাবাদ উপজেলার ছারছীনা দারুসুন্নাত জামেয়া-এ নেছারিয়া মাদ্রাসার জামাতে ইয়াজদাহম (চতুর্থ) শ্রেণীর ছাত্র ও পূূর্ব ভান্ডারিয়া গ্রামের মো. বাবুল খন্দকারের ছোট ছেলে। মুসা গত ২৪ সেপ্টেম্বর (শনিবার) বিকেল সাড়ে ৪টার দিকে কাউকে কিছু না জানিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে আর ফেরেনি । এ বিষয়ে তার পরিবার গত ২৮ সেপ্টেম্বর নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মুসার বাবা মো. বাবুল খন্দকার বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি এখনো কোনো সন্ধান পাইনি। আমরা সন্ধান পেতে বিভিন্ন যায়গায় যাচ্ছি। মাদ্রাসার হুজুররা অভয় দিয়েছেন যে, আমাদের মাদ্রাসা থেকে কোনো ছাত্র এমন নিখোঁজ হওয়ার ঘটনা নেই। ও যেখানেই আছে ভালো আছে। ইনশাআল্লাহ ফিরে আসবে।
কোনো সহৃদয়বান ব্যক্তি মুসার সন্ধান পেলে এই নাম্বারেÑ ০১৭৩১-২৫১৯৪১ যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার বাবা বাবুল খন্দকার।