reporterঅনলাইন ডেস্ক
  ০৭ অক্টোবর, ২০২২

গাছের সঙ্গে বাসের ধাক্কা, পুলিশসহ নিহত ৪

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আরও ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ থানার ওসি মো. নাসির। তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী দিদার পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গোপালগঞ্জ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close