মৌলভীবাজার প্রতিনিধি
০৩ অক্টোবর, ২০২২
মৌলভীবাজারে বিশ্ব শিশু দিবস উদ্বোধন

মৌলভীবাজারে বেলুন উড়িয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। ছবি : প্রতিদিনের সংবাদ
মৌলভীবাজারে বেলুন উড়িয়ে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) জেলা কালেক্টরেট ভবনের সামনে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অনুষ্ঠানের শুরুতে কালেক্টরেট প্রাঙ্গণে বিশ্ব শিশু দিবস উপলক্ষে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ, রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসান প্রমুখ।
শিশুদের মধ্যে বক্তব্য রাখে নওশিন, তাওফিকা, সাদী, পূর্ণ, উপন্যাস ও কাব্য।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন