মিজান বিন তাহের, বাঁশখালী (চট্টগ্রাম)

  ০২ অক্টোবর, ২০২২

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কচির উদ্দীন

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কচির উদ্দীন। উপজেলার দক্ষিণ নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন তিনি। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ক্যাটাগরিতে কচির উদ্দিনকে বাঁশখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত ঘোষণা করেছে উপজেলা বাছাই কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম।

জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কচির উদ্দীন ২০০৩ সালের ১৮ জানুয়ারি দক্ষিণ বরুমছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। এরপর ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর পুঁইছুড়ি মখছুদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। ছনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন ২০১১ সালের ২৬ সেপ্টেম্বর। সর্বশেষ ২০১৭ সালের ১৭ এপ্রিল দক্ষিণ নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মো. কচির উদ্দীন।

এ বিষয়ে প্রধান শিক্ষক মো. কচির উদ্দীন বলেন, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সব সময় চেষ্টা করি নিজের সেরাটা দেয়ার জন্য। আমাকে চট্টগ্রাম জেলা ও বাঁশখালী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এ অর্জন আমার সকল ছাত্র-শিক্ষকসহ বাঁশখালীবাসীর জন্য উৎসর্গ করলাম।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কচির উদ্দীন,চট্টগ্রাম,শ্রেষ্ঠ প্রধান শিক্ষক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close