চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ০১ অক্টোবর, ২০২২

দর্শনায় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী আটক

ছবি : প্রতিদিনের সংবাদ

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সালেহা খাতুনকে আটক করেছে পুলিশ। শনিবার (০১ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে দর্শনার মা ও শিশু জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের লিটন হোসেনের স্ত্রী।

চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবিরের নের্তৃত্বে এসআই হারুন অর রশিদ ও এএসআই ফিরোজ আহমেদ এ অভিযান পরিচালনা করেন। আটক সালেহা খাতুনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবির প্রতিদিনের সংবাদকে জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দর্শনা,নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট,নারী আটক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close