সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০১ অক্টোবর, ২০২২

সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও মেরিনা সুলতানা

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা। ছবি : প্রতিদিনের সংবাদ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা। জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদের সভাপতিত্বে সম্প্রতি শ্রেষ্ঠ ইউএনও ক্যাটাগরিতে ৯টি উপজেলার মধ্যে কামারখন্দের নির্বাহী কর্মকর্তাকে নির্বাচন করে জেলা যাচাই-বাছাই কমিটি।

জেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান ইউএনও মেরিনা সুলতানা শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিসাবে মনোনীত করা হয়েছে।

ইউএনও মেরিনা সুলতানা জানান, প্রাথমিকের কোমলমতি শিশু শিক্ষার্র্থীদের জন্য কিছু করতে পেরে পুরস্কৃত হয়েছি, এটা সত্যিই আনন্দের। কামারখন্দ উপজেলার শিক্ষার্থীদের মানোন্নয়নের জন্য রিডিং প্রতিযোগিতা করা হয়েছে। শিশু শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রাথমিকের কোমলমতি শিশু শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমার এই প্রচেষ্টা অব্যাহত আছে এবং থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,শ্রেষ্ঠ ইউএনও,মেরিনা সুলতানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close