সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ০১ অক্টোবর, ২০২২

সিংগাইরে ৭ ডাকাত গ্রেপ্তার, অস্ত্রসহ মালামাল উদ্ধার 

ছবি : প্রতিদিনের সংবাদ

মানিকগঞ্জের সিংগাইরে একরাতে ৫ বাড়িতে ডাকাতি মামলার ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রামদাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র, লুট করা ৪ হাজার ৫৭০ টাকা ও ২ ভরি ৪ আনা রুপার গহনা জব্দ করা হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ওসি সফিকুল ইসলাম মোল্যা বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিংগাইরের খোয়ামুরি গ্রামের সোনা মিয়ার ছেলে মহিদুর রহমান ওরফে শামীম (৩০), ব্রাহ্মনবাড়ীয়ার নবীনগর উপজেলার ছলিমগঞ্জ গ্রামের মৃত ইদন মিয়ার ছেলে মোমেন মিয়া (২৮), ঝালকাঠির রাজাপুর উপজেলার সাংগুর গ্রামের মৃত আজাহার সরদারের ছেলে মো. মিরাজ সরদার (৩৬), সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা গ্রামের মো. আদম আলী ছেলে মো. মোশারফ মোল্লা ওরফে মোসা (২৭), ওয়াইজনগর গ্রামের মৃত সাদেক খার ছেলে মো. কুদ্দুস খা (৫০), একই গ্রামের মো. মেজবান ওরফে পর্বতের ছেলে মো. আরমান (৩৫) ও জামির্ত্তা ইউনিয়নের বকচর পশ্চিম পাড়ার মো. তমেজ উদ্দিনের ছেলে ইসমাইল দেওয়ান (২৮)।

পুলিশ জানান গত ২১ সেপ্টেম্বর রাতে উপজেলার সদর ইউনিয়নের গোবিন্ধল গ্রামের চমক আলী বেপারি ছেলে সৌদি প্রবাসী আবু সাইদ, আব্দুল লতিফের ছেলে কাদের ও মহিবুর, জরিপের ছেলে নুরু মিয়া, চান মিয়া আমিরের ছেলে আবুজরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এতে গৃহকর্তাদের মারধরসহ প্রায় ৬ লাখ ৬১ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর মহিবুর বাদি হয়ে থানায় অজ্ঞাতনামা ১০-১২ জনের নামে ডাকাতির অভিযোগে মামলা করেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ৬ ডাকাতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানিকগঞ্জ,সিংগাইর,ডাকাতি,রুপার গহনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close