পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে দাবায় চ্যাম্পিয়ন জেলা স্কুল এন্ড কলেজ

পটুয়াখালী কাজী আবুল কাশেম স্টেডিয়ামে দুই দিনব্যাপী স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা মার্কস এ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়ন-২০২২ হয়েছে জেলা স্কুল এন্ড কলেজ।
এছাড়া সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় রানার্স আপ ও দ্বিতীয় রানার্স আপ হয়েছে লোহালিয়া ইউনিয়নের কুড়ি পাইকা মাধ্যমিক বিদ্যালয়। বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশ বিভাগের ব্যবস্থাপনায় এ প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রতিযোগীতায় ১১টি স্কুল অংশগ্রহণ করে।
শুক্রবার বিকাল ৪টায় (৩০ সেপ্টেম্বর) প্রতিযোগীতার সমাপনী দিনে পুলিশ সুপার মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রপি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
এ সময় অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমাদ মাঈনুল হাসান, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.ন.ম আমিনুল হক মামুন।
উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আলতাফ হোসেন সিকদার, কোষাধ্যক্ষ অ্যাড. সাইফুল আহসান কচি, সদস্য অ্যাডভোকেট হারুন অর রশিদ, মো. রিয়াদ, ফিদে আর্বিটার শাহজাহান কবির, আর্বিটার (বিচারক) মোহাম্মদ আব্দুর রব, স্বেচ্ছাসেবক সাইদুল ইসলাম মামুন, জাতীয় দাবারু উথেন চাকমা, সরকারী জুবিলি উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আবুল কালাম আজাদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা।
অংশগ্রহণকারী স্কুল সমূহ হচ্ছে- পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কুড়ি পাইকা মাধ্যমিক বিদ্যালয়, পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়, দশমিনা উপজেলার বেতাগী সিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয়, গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় ও দুমকি সৃজনী বিদ্যানিকেতন।