গাইবান্ধা প্রতিনিধি

  ২৯ সেপ্টেম্বর, ২০২২

গাইবান্ধায় সামাজিক সম্প্রীতি সমাবেশ 

ছবি : প্রতিদিনের সংবাদ

গাইবান্ধায় সামাজিক সম্প্রীতি সমাবেশ হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র মো. মতলুবর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র সরকার, হিন্দু বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি রনজিৎ বকসী সূর্য্য, অধ্যক্ষ মাজহার-উল মান্নান, জহুরুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, কেএম রেজাউল হক, মাওলানা কাজী হোসাইন আহমেদ, মাওলানা জোবায়ের আহমেদ, কালিপদ মুর্খাজী, এমিলি হেমব্রম প্রমুখ।

বক্তারা বলেন, আবহমানকাল থেকে সামাজিক সম্প্রীতির দেশ বাংলাদেশ। আন্ত:ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখা, অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেয়াই আমাদের সকলের দায়িত্ব। এতে দেশে শান্তি বিরাজ করবে। সম্প্রদায়ে সম্প্রদায়ে ভ্রাত্বিত্ববোধ জেগে উঠবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাইবান্ধা,সামাজিক সম্প্রীতি সমাবেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close