সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

  ২৯ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জে যমুনায় হঠাৎ পানি বৃদ্ধি

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক হাসান আলী বুধবার ( ২৮ সেপ্টেম্বর) জানান, ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা হার্ড পয়েন্টে যমুনার পানি ২২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১.৬৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পানি পরিমাপক ওমর আলী জানান, কাজিপুর উপজেলার মেঘাই ঘাট পয়েন্টে ২৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে নদীটির পানি বিপৎসীমার ১.৮৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘পাহাড়ি ঢলের যমুনা নদীতে পানি বাড়ছে। এভাবে আগামী ২/৩ দিন পানি বাড়তে পারে। তবে এবছর বন্যা বা প্লাবনের সম্ভবনা নেই।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,বৃদ্ধি,যমুনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close