এন কে বি নয়ন, ফরিদপুর

  ২৯ সেপ্টেম্বর, ২০২২

ফরিদপুরে মধ্যরাতে জমে উঠলো হাডুডু

ফরিদপুরে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নে শেখর গ্রামের দোলভিটা মাঠে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে হাডুডু খেলার মুহূর্ত - এন কে বি নয়ন

ফরিদপুরের বোয়ালমারীতে মধ্যরাতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। রাতের নিরবতা ভেঙে বিদ্যুতের ঝলমলে আলোতে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ খেলা উপভোগ করেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের শেখর গ্রামের দোলভিটা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ জানান, সন্ধ্যার পর থেকেই খেলার মাঠে দর্শক আসতে শুরু করে। রাত দশটার মধ্যে গোটা এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। হাজার হাজার মানুষের করতালিতে মুখরিত হয়ে ওঠে খেলার মাঠ। খেলায় চারটি দল অংশ গ্রহণ করে। শেখর ইউনিয়নের বারাংকুলা মাসুদ খানের দলকে ২-১ পয়েন্টে পরাজিত করে চতুল ইউনিয়নের বনচাকি গ্রামের জালাল সিকদারের দল চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে রঙিন টেলিভিশন উপহার দেওয়া হয়।

স্থানীয় সামাজিক সংগঠনের নেতা মো. জাহাঙ্গীর আলম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখর ইউনিয়ন পরিষদ (ইউপি) সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ওমর হাফিজ মুক্তি, তেলজুড়ী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. সৈয়দ শাকীর আহম্মদ, বোয়ালমারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফরিদপুর,হাডুডু,বোয়ালমারী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close