পটুয়াখালী প্রতিনিধি

  ২৯ সেপ্টেম্বর, ২০২২

জলাতঙ্ক দিবসে র‌্যালি

ছবি : প্রতিদিনের সংবাদ

‘মৃত্যু আর নয়, সবার সঙ্গে সমন্বয়’ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সিভিল সার্জন অফিসের ইপিআই ভবনের সভা কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. এস এম কবির হাসান, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আনোয়ার হোসেন, জেলা ট্রেনিং অফিসার সঞ্জয় কুমার বিশ্বাস, ভেটেরিয়ান অফিসার ডা. মো. জামাল উদ্দিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার বালা, ডা. মুশফিক আহমেদ নিটোল, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার দাস প্রমুখ।

পরে জলাতঙ্ক রোধে সচেতনা সৃষ্টির লক্ষ্যে শহরে র‌্যালি বের করা হয়। এ ছাড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর উদ্যোগেও একটি র‌্যালি হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পটুয়াখালী,জলাতঙ্ক দিবস,পরিবার পরিকল্পনা অধিদপ্তর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close