নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
নবাবগঞ্জে সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান, ১৯ মামলা

সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্স ও হেলমেট না থাকার অপরাধে ১৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এ সময় ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।
সূত্র জানায়, উপজেলার বিভিন্ন সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাঝিরকান্দা এলাকায় অভিযান পরিচলানা করা হয়। এ সময় লাইসেন্স ও হেলমেট না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিমের ভ্রাম্যমান আদালতে ১৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করে নবাবগঞ্জ থানা পুলিশ।
নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান চালানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।