আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর)

  ২৮ সেপ্টেম্বর, ২০২২

শ্রীপুরে ২৬ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ২৬ বোতল বিদেশি মদসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার খন্দকার মার্কেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেনÑ সুনামগঞ্জের দোয়ারা বাজার থানার কৈয়াজুড়ী এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে তাইজুল ইসলাম (৪২) ও একই উপজেলার ধর্মপুর গ্রামের মৃত অহেদ আলির ছেলে আকবর আলি (৩৫)।

র‌্যাব জানায়, গাজীপুর র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় খন্দকার মার্কেটে জামালের দোকানের সামনে কিছু মাদক কারবারি মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মার্কেটের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার ও তাদের কাছে থাকা দুটি ব্যাগ থেকে ২৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারদের শ্রীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক ওসি মনিরুজ্জামান বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রীপুর,গ্রেপ্তার,মদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close