চট্টগ্রাম ব্যুরো

  ২৭ সেপ্টেম্বর, ২০২২

চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৬ জন

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে একদিনে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৬ জন। এ নিয়ে চট্টগ্রামে চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৮ জনে। এরমধ্যে মারা গেছেন ৩ জন। সোমবার (২৬ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, ‘চলতি মাসে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৬ জন। আগের দিন আক্রান্ত হয়েছে ১৬ জন। এই মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হলেন ৩৩৮ জন। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। আক্রান্তদের মধ্যে চট্টগ্রামের পটিয়া, সীতাকুন্ড, সাতকানিয়া ও কর্ণফুলী থানা এলাকার রোগী রয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামে এ বছর মোট ৪৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ১৯ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,ডেঙ্গু,আক্রান্ত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close