চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ২৭ সেপ্টেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ভোট স্থগিত

ছবি: সংগৃহীত

হাইকোর্টের নির্দেশনা মানতে আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিতে নোটিশ দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুসারে পদ্ধতিগতভাবে নির্বাচন

স্থগিতের জন্য গ্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন ইসি।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব কার্যক্রম স্থগিত থাকবে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ শাখার সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমানের সই করা নির্দেশনায় বলা হয়েছে- হাইকোর্টের ১৩ সেপ্টেম্বর দেওয়া ১১০৭১/২০২২ নং রিট পিটিশনের প্রেক্ষিতে আদালতের নির্দেশনা প্রতিপালনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুসারে পদ্ধতিগতভাবে নির্বাচন স্থগিতের জন্য গ্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে ইসি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাইকোর্ট,চাঁপাইনবাবগঞ্জ,ইসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close