সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২৬ সেপ্টেম্বর, ২০২২

কাজিপুরে সোনামুখী-ভানুডাঙ্গা সড়ক প্রশস্তকরণে অনিয়মের অভিযোগ

কাজিপুরে সোনামুখী-ভানুডাঙ্গা সড়ক। ছবি : প্রতিদিনের সংবাদ

কাজিপুরে সোনামুখী-ভানুডাঙ্গা সড়কের প্রশস্তÍকরণ কাজে বিস্তর অনিয়মের অভিযোগ ওঠেছে। ঠিকাদার প্রতিষ্ঠানকে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ, কয়েকবার কাজ বন্ধের নির্দেশ দেওয়ায় ভালো কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ফের নিন্মমাণের (পোড়ামাটি সদৃশ) ইট দিয়ে রাস্তার কাজ করছেন। তবে জনগুরুত্বপূর্ণ ওই রাস্তাটির কাজে অসন্তোষ জানিয়েছেন এলাকাবাসী।

উপজেলা প্রকৌশলীর অফিস সূত্রে জানা যায়, ৮ কোটি টাকা ব্যয়ে সোনামুখী জিসি-ভানুডাঙ্গা জিসি রাস্তাটিকে ৩৩০০ মিটার দীর্ঘ ও ও৬০ মিটার প্রশস্ত করণের কাজ করছে মেসার্স এমএ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কাজিপুর রাস্তাটির প্রশস্তকরণ কাজের দেখভাল করছে। ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর রাস্তাটির প্রশস্তকরণ কাজ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য তানভীর শাকিল। উদ্বোধনের পর থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানটি রাস্তা নির্মাণে নিম্নমানের সরঞ্জামাদি ব্যবহার করছে। এ নিয়ে উপজেলা প্রকৌশলী ঠিকাদারকে একাধিকবার সতর্ক করে চিঠি দেন। প্রতিবারই ভালো কাজ করার প্রতিশ্রুতি দিয়েও নিম্নমানের সামগ্রী দিয়েই রাস্তার পুরো কাজ শেষ করে ফেলেছে ঠিকাদার।

এ বিষয়ে সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান বলেন, বারবার ওই ঠিকাদারের লোকজনকে কাজের মান ঠিক রাখতে বলা হয়েছে। ভালো কাজের প্রতিশ্রুতি দিয়েও তারা নিন্মমানের কাজই করছেন।

কাজিপুর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন জানান, ওই ঠিকাদারকে ছয়টি পত্রের মাধ্যমে ভালো কাজ করতে সতর্ক করা হয়েছে। অনিয়মের জন্যে আমি নিজে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। তবে তারা শুনছেন না।

কাজের তদারকির দায়িত্বপ্রাপ্ত উপজেলা উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, ঠিকাদার প্রতিশ্রুতি রক্ষা না করায় আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি। কনসালটেন্ট ফার্মের তদন্ত টিম আসার কথা রয়েছে। এ বিষয়ে কথা বলতে ঠিকাদার হাবিবুর রহমানকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কাজিপুর,সোনামুখী-ভানুডাঙ্গা সড়ক,অনিয়মের অভিযোগ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close