টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ২৬ সেপ্টেম্বর, ২০২২

চিকিৎসকসহ আটক ২

টঙ্গীতে চিকিৎসা না পেয়ে শিশুর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে চিকিৎসক আসার অপেক্ষায় থেকে চিকিৎসা না পেয়ে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর মৃত ওই শিশুর স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালানোর চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকসহ দুজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে মাইশা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসান মাহমুদ ও নার্স তানিয়া আক্তার। মৃত ওই শিশুর নাম লোকনাথ। সে টঙ্গীর পাগাড় এলাকার হরেন চন্দ্র বর্মণের ছেলে।

এ বিষয়ে টঙ্গী (পূর্ব) থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আল মামুন জানান, রবিবার বিকেলে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে শিশু লোকনাথকে নিয়ে তার মা ওই হাসপাতালে আসেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এ সময় প্রায় দুই ঘণ্টা চিকিৎসাহীন অবস্থায় থেকে বিকেল পাঁচটার দিকে শিশুটির মৃত্যু হয়। মৃত্যুর খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে রোগীর স্বজনরা হাসপাতালে ভিড় জমান।

শিশুটির মা বেবি বর্মণ বলেন, আমার ছেলের শ্বাসকষ্ট হচ্ছিল। বিকেলে তিনটায় হাসপাতালে ভর্তি করার পরও কোনো চিকিৎসা দেয়া হয়নি। শুধু ‘ডাক্তার আসছেন’ বলে দেরি করা হয়েছে। পরে বেলা পাঁচটার দিকে আমার ছেলে মারা যায়। ছেলেকে ওরা মেরে ফেলেছে, আমি মামলা করব।

হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসান মাহমুদ বলেন, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শিশুটিকে ভর্তি করা হয়। আমরা অক্সিজেন দিয়েছিলাম। শিশু বিশেষজ্ঞ ডা. শাকিলা শারমিনের জন্য অপেক্ষা করছিলাম।

এ বিষয়ে মাইশা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মতিউর রহমান বলেন, এটা আমাদের কোনো ভুল নয়। আমরা অক্সিজেন দিয়েছিলাম। শিশু বিশেষজ্ঞ আসার আগেই শিশুটির মৃত্যু হয়।

টঙ্গী (পূর্ব) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। এখনো লিখিত অভিযোগ পাইনি, পেলে আইনগত ব্যবস্থা নেব।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আটক,শিশুর মৃত্যু,টঙ্গী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close