রংপুর ব্যুরোঃ

  ২৩ সেপ্টেম্বর, ২০২২

আধুনিকায়নের ছোঁয়া সুন্দর নগরী রংপুর

ছবি: সংগৃহীত

রংপুর সিটি কর্পোরেশনের রসিক মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তোফা বলেছেন, রংপুর হবে আধুনিকায়নের ছোঁয়া সুন্দর নগরী।

এরই ধারাবাহিকতায় রংপুর সিটি কর্পোরেশনের প্রধান ফটকে নির্মানাধীন কাজ সম্পন্ন করেছি। তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের সময় শেষ হয়ে আসছে। কাজটা করার পরে সিটি কর্পোরেশনের প্রতি মানুষের ধারনা পরিবর্তন হবে। বৃহস্পতিবার ( ২২ আগস্ট) সকাল ১১ টায় সিটি কর্পোরেশনের প্রধান ফটকে নির্মানাধীন দৃষ্টি নন্দন গেটটির আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, সচিব উম্মে ফাতেমা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু তালেব সরকার, নির্বাহী প্রকৌশলী মোঃ আজম আলী, প্যানেল মেয়র সামসুলসহ রংপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নিজস্ব অর্থায়নে ৪১ লাখ টাকা ব্যায়ে ডরিক ডেভেলপারস লিমিটেড এর তত্ত্বাবধায়নে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান ফটকের দৃষ্টি নন্দন গেটটির কাজ সম্পন্ন হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,সিটি কর্পোরেশন,মোঃ মোস্তাফিজার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close