ফরিদপুর প্রতিনিধি :

  ২২ সেপ্টেম্বর, ২০২২

কুমার নদে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের কুমার নদে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রাজাপুর ও দাদপুর গ্রামের যুব সমাজ কর্তৃক আয়োজিত কুমার নদে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরমেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান মাতুব্বর জানান, নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে কুমার নদের দুই পাড়ে হাজারো মানুষের সমাগম ঘটে। এই প্রতিযোগিতায় ছোট-বড় পাঁচটি নৌকা অংশ গ্রহণ করে। এতে পরমেশ্বর্দী ইউনিয়নের তামারহাজি গ্রামের বাকু সেখের নৌকা প্রথম স্থান লাভ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব, চতুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম, দাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন, পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর, শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্লা, পৌর কাউন্সিলর আব্দুল মান্নান মোল্লা প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুমার নদ,গ্রাম বাংলা,ঐতিহ্যবাহী নৌকাবাইচ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close