চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর, ২০২২

চাল পেল নদী ভাঙনে ক্ষতিগ্রস্তরা

ছবি : প্রতিদিনের সংবাদ

রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। গত রবি ও সোমবার উপজেলার ইউসুফপুর ইউনিয়ন, সদর ইউনিয়ন ও পৌরসভাধীন পদ্মা নদী ভাঙনের শিকার পরিবারগুলোকে মানবিক সহয়তা হিসাবে উপজেলার ত্রাণ ও দুর্যোগ বিভাগের পক্ষ থেকে এ চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসেন, পৌর মেয়র একরামুল হক, সদর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, ইউসুফপুর ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন প্রমুখ।

উল্লেখ্য, এর সপ্তাহ খানেক আগে পদ্মা নদীর ভাঙনের খবর শুনে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসেন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ভাঙনে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন। তারই ধারাবাহিকতায় প্রাথমিক অবস্থায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হলো।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চারঘাট,রাজশাহী,নদী ভাঙন,চাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close