আমতলী (বরগুনা) প্রতিনিধি:

  ২০ সেপ্টেম্বর, ২০২২

আমতলীতে শত্রুতা করে মেরে ফেলল ৪ গাভীন গরু

ছবি : প্রতিদিনের সংবাদ

বরগুনার আমতলীর ঘোপখালী গ্রামে মঙ্গলবার ভোররাতে বিষ জাতীয় (গ্যাস ট্যাবলেট) খাওয়ায়ে দুর্বৃত্তরা ৪টি গাভীন গরু মেরে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে খামারির প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছে খামারি জাহিদ (২৭)।

স্থানীয় ও খামারি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমতলী উপজেলা আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের নিজাম আকনের ছেলে জাহিদ আকন (২৭) ৮টি গরু নিয়ে নিজ বাড়িতে একটি গরুর খামার গড়ে তোলেন। খামার করে পরিবার পরিজন নিয়ে জাহিদের সংসার ভাল ভাবেই চলছিল।

খামারের মালিক জাহিদ জানান, মঙ্গলবার ভোরে সুস্থ্য সবল বড় বড় গরু গুলো একে একে দাপাতে দাপাতে মাটিতে লুটিয়ে পরে এবং পেট ফুলে উঠে মারা যায়। আক্রান্ত হওয়ার ৫/৭ মিনিটের মধ্যে ৪টি গরু মারা যায়। স্থানীয়রা জানান, খামার মালিকের ডাক চিৎকার শুনে তারা ছুটে এসে গরুগুলো মারা যাওয়ার দৃশ্য দেখতে পান।

খামারের মালিক জাহিদ বলেন, শত্রুতা করে আমার সাথে এই কাজ কেউ করতে পারে তা আমার ধারনার বাইরে। আমার সব শেষ হয়ে গেছে। ৮টি গরু মধ্যে ৪টি গর্ভবতী গাভী মারা যাওয়ায় প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে খামার মালিক জাহিদ জানান। আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান জানান, অভিযোগ এখনও পাইনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমতলী,ঘোপখালী,গাভীন গরু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close