সাজেদুর রহমান সাজ্জাদ গুরুদাসপুর (নাটোর)

  ২০ সেপ্টেম্বর, ২০২২

গুরুদাসপুরে ৯১ পাখি অবমুক্ত

ছবি : প্রতিদিনের সংবাদ

নাটোরের গুরুদাসপুরে পরিবেশকর্মীরা শিকারীর বন্দিদশা থেকে বিভিন্ন প্রজাতীর ৯১টি পাখি উদ্ধার করেছে। উদ্ধার করা পাখিগুলো পরিবেশকর্মীদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.তমাল হোসেন আমবাগান চত্ত্বরে অবমুক্ত করেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে পাখিগুলো উপজেলার মশিন্দা ও ধারাবারিষা ইউনিয়নের বিভিন্ন জায়গা খেকে উদ্ধার করা হয়।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে উপজেলা জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে একদল কর্মী উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চরকাদহ ও মশিন্দা ইউনিয়নের হাঁসমারি গ্রামের মাঠে পাখি উদ্ধার অভিযান শুরু করেন।

অভিযানে চরকাদহ মাঠে শিকারীর জালে আটকা অবস্থায় ১০টি শালিক পাখি ও হাঁসমারি মাঠ থেকে শিকারীর তৈরি ফাঁদ থেকে ৭০টি ঘুঘু পাখি উদ্ধার করেন। মাঠ থেকে উদ্ধার হওয়া পাখি গুলো সেখানেই অবমুক্ত করা হয়।

পরিবেশ কর্মীরা হাসমারীর গ্রামের পাখি শিকারীর বাড়ি থেকে খাঁচাবন্দি শিকারি বক, কোড়া, ডাহুক, ঘুঘুসহ ৭টি পাখি উদ্ধার করেন। পরে খাঁচাবন্দি ১১টি শিকারী পাখি উপজেলা নির্বাহী অফিসারের আমবাগানে অবমুক্ত করা হয়। অভিযানে শিকারের জন্য ব্যবহার করা ৩০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জালের ফাঁদ, লোহার ৫০ মিটার ফাঁদ ও ১২টি খাঁচা ধ্বংস করা হয়েছে। তবে এসময় কোন শিকারীকে পাওয়া যায়নি।

গুরুদাসপুর উপজেলা জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, চলনবিলসহ উপজেলার নদী, নালা, খাল, বিলে পানি কমতে শুরু করেছে। এ মৌসুমে খাদ্য সংগ্রহে দেশি পাখির সাথে অতিথি পাখির বিচরন বেড়ে যায়। এ সুযোগে কিছু অসাধু শিকারী বাড়তি আয়ের আশায় পাখি শিকার করে। পাখি শিকার বন্ধে পরিবেশ কর্মীরা পাখিগুলো সংগ্রহ করে অবমুক্ত করছেন। শিকারীদের দন্ডনীয় আইনের বিষয়ে অবগত ও সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.তমাল হোসেন বলেন, পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ক্ষতিকর কিট পতঙ্গ খেয়ে আমাদের উপকার করে চলেছে। জীববৈচিত্র্য রক্ষা ও পাখি শিকার বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত আছে। প্রশাসন ও পরিকেশকর্মীদের মাধ্যমে শিকারীদের পাখি শিকারে নিরুৎসাহিত করা ও আইনী দন্ডের বিধি সম্পর্কে অবগত কর হচ্ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাটোর,গুরুদাসপুর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close