নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :

  ২০ সেপ্টেম্বর, ২০২২

নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে অভিযান, ৪ জনকে জরিমানা 

ছবি : প্রতিদিনের সংবাদ

ঢাকার নবাবগঞ্জে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

এ সময় বিভিন্ন ধারায় উপজেলার শোল্লা ও চন্দ্রখোলা এলাকায় দুই মোটরসাইকেল চালক ও দুই ব্যবসায়ীকে বিভিন্ন অপরাধে ৪টি মামলায় ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, নবাবগঞ্জ উপজেলার শোল্লা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স বিহীন ও হেলমেট না থাকায় দুই মোটরসাইকেল চালকের দুই হাজার টাকা ও চন্দ্রখোলা এলাকায় পণ্যে পাটজাত মোড়ক না থাকার অপরাধে চাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা এবং একই এলাকায় লাইসেন্স ছাড়া করাত কল স্থাপন করে ব্যবসা পরিচালনা করার অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন নবাবগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, ‘এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নবাবগঞ্জ,ভ্রাম্যমাণ আদালত,অভিযান,জরিমানা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close