মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

  ১৯ সেপ্টেম্বর, ২০২২

কলা গাছের সঙ্গে শত্রুতা

রাতে কেটে ফেলা হয়েছে থোড়আসা অর্ধশতাধিক গাছ

ছবি : প্রতিদিনের সংবাদ

নরসিংদীর মনোহরদীতে পূর্ব শত্রুতায় অর্ধশতাধিক কলা ও বিভিন্ন ফলদ গাছ কেটে নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষের অস্ত্রধারী ব্যক্তিরা। গত রবিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার চালাকচর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম আল-আমিন ও আব্দুল মজিদ। তারা চালাকচর গ্রামের আহাম্মদ আলীর ছেলে। তাঁদের দাবি, এ ঘটনায় তাদের দুই লাখের বেশি টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত আল-আমিন জানান, প্রতিবেশী আব্দুর রশিদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে রবিবার বিকেলে আব্দুর রশিদ, রবিন, কাইয়ূম, সফর আলী, জুয়েল মিয়া এবং মোস্তফা দেশীয় অস্ত্র নিয়ে আমার ভাই আব্দুল মজিদের একটি ঘর ভেঙ্গে মালামাল লুট করে নিয়ে যায়। ওইদিন রাত ১টার দিকে বাড়ির পাশে আমার কলা বাগানের সকল গাছ এবং অন্য জমিতে রোপণ করা বিভিন্ন ফলদ ও মূল্যবান গাছ কেটে ক্ষতি করেছে।

ক্ষতিগ্রস্ত আব্দুল মজিদের স্ত্রী ফেরদাউছ বেগম বলেন,‘বিরোধের জেরে প্রতিপক্ষরা আমার ঘর ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও মূলবানমালামাল লুট করে নিয়ে গেছে। রাতে পাশে রোপণ করা ২৫টি ফলদ ও বনজ গাছ কেটে নষ্ট করে দিয়েছে। এতে আমাদের কত বড় ক্ষতি হয়েছে তা বলে বোঝাতে পারব না।’

কৃষক আল-আমিন বলেন, ‘আজ সকালে কলাবাগানে গিয়ে দেখি, বাগানের অর্ধশতাধিক কলাগাছের সবই ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। কলাগাছে থোড় আসা শুরু করেছিল। এখন আমার মাথায় হাত। মানুষ মানুষের সঙ্গে শত্রুতা করে। কিন্তু গাছের সঙ্গে এ কেমন শত্রুতা? বাগানের গাছ তো কারও সঙ্গে শত্রুতা করেনি।গাছের কোনো অপরাধ নেই। তাহলে কেন এমন করা হলো?’

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন,‘ঘটনাটি শুনেছি তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নরসিংদী,থোড়,কলা গাছ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close