ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর, ২০২২

ধোবাউড়ায় সারের সংকট নেই, তবে দাম আকাশছোঁয়া

ফাইল ছবি

আমন মৌসুমে ময়মনসিংহের ধোবাউড়ায় সারের সংকট নেই, তবে দাম আকাশছোঁয়া। ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষক। ইউরিয়া সার প্রতি কেজি ৬ টাকা থেকে বাড়িয়ে কেজিপ্রতি ২২ টাকা দাম নির্ধারণ করার পর তা মানছেন না ডিলাররা। লাগামহীনভাবে বাড়িয়ে দিচ্ছেন সব ধরনের সারের দাম। এতে দিশাহারা হয়ে পড়েছেন চাষি।

বিভিন্ন বাজার ঘুরে জানা যায়, এমওপি (মিউরেট অব পটাশ) কৃষক পর্যায়ে সরকারি দাম হচ্ছে ৭৫০ টাকা বস্তা (৫০ কেজি)। বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। অন্যান্য সারও বেশি দামে বিক্রির খবর পাওয়া গেছে। ইউরিয়া সার ২২ টাকা কেজিতে বিক্রির কথা থাকলেও বিক্রি হচ্ছে ৩০ টাকায়। বিএডিসি সার বস্তাপ্রতি ১০০ টাকা বেশি নিচ্ছে। কারণ হিসেবে বলছেন, তারা ডিলারের কাছ থেকে বেশি দামে ক্রয় করছেন।

এদিকে, অতিরিক্ত দামে সার ক্রয় করায় আমন ফসল নিয়ে দিশাহারা হয়ে পড়েছেন কৃষক। কৃষক আবদুর রহিম বলেন, বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে কয়েকগুণ বেশি দামে সার কিনতে হয়। এ অবস্থায় ফসল ফলানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার তুষার বলেন, সার সংকট নেই। তবে দাম বেশি হওয়ার কারণ আমদানিকারকের কাছ থেকেই বেশি দামে কিনছেন ব্যবসায়ীরা। দাম নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন বলেন, সারের দাম নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে কয়েকটি বাজারে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close