আব্দুর রহমান রাসেল, রংপুর

  ০৯ সেপ্টেম্বর, ২০২২

রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে ট্রাফিক বিষয়ক মতবিনিময় 

ছবি : প্রতিদিনের সংবাদ

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা বলেছেন, আধুনিক সময়ে দুর্ঘটনার খরব শুনেই আমাদের ঘুম ভাঙে। কিন্তু একটু সচেতনতা আর মোটরযান আইনের যথার্থ বাস্তবায়নে বেঁচে যেতে পারে অনেক মূল্যবান প্রাণ।

তিনি আরও বলেন, মটর শ্রমিক যারা আছেন তারা সবাই মনোযোগ সহকারে রোডে গাড়ি চালাবেন। এতে সবাই নিরাপদে চলাচল করতে পারবে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি একে এম মোজাম্মেল হক সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় বাস টার্মিনালে ট্রাফিক বিভাগ, রংপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সকল স্তরের পরিবহন মালিক, শ্রমিক ও সুধীজনের সাথে রংপুর মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।

এর আগে পুলিশ কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও ক্রেষ্ট প্রদান করেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম. এ. মজিদ। এসময় উপস্থিত ছিলেন জেলা মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আফতাবুজ্জামান লিপ্পন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম. এ. মজিদসহ সকল পরিবহন শ্রমিকবৃন্দ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,ট্রাফিক বিষয়ক মতবিনিময়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close