সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০৩ সেপ্টেম্বর, ২০২২

রায়গঞ্জে কমতে শুরু করেছে ডিমের দাম

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে কমতে শুরু করেছে ডিমের দাম। শুক্রবার (২ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রতি হালি ডিম ৩৬-৩৮ টাকায় বিক্রি হয়। যা গত সপ্তাহে খুচরা বাজারে প্রতি হালি ডিম বিক্রি হয় ৪৮-৫২ টাকা। বর্তমান বাজারে তা পাইকারি হিসেবে বিক্রি করা হচ্ছে ৩৫-৩৬ টাকায়।

উপজেলার ব্রাহ্মণবাড়িয়া গ্রামের আল-আমিন সেখ বলেন, ডিমের দাম হঠাৎ করে অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ার ফলে ডিম ক্রয় করা বন্ধ করে দিয়েছিলাম। এখন দাম কমায় আবার ক্রয় করতে এসেছি। বাজারে যে পণ্যের দাম বাড়বে সেটি আমাদের এড়িয়ে চলতে হবে। তাহলে আপনা-আপনি দাম কমে যাবে।

এলাকাবাসী জানায়, দাম কমানোর স্বার্থে প্রয়োজনে ডিম আমদানি করা হবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির এমন বক্তব্য দেন। এর একদিন পরেই ডিমের দাম কমতে শুরু করেছে বলে জানান তারা।

উপজেলার হাটপাঙ্গাসী বাজারের বনিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন বলেন, ডিমসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছিল। এখন বাজারে ডিমসহ নিত্যপণ্যের দাম কমতে থাকায় স্বস্থির নিশ্বাস ফেলতে শুরু করেছেন নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডিম
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close