গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২৮ আগস্ট, ২০২২

গৌরীপুরে ন্যায্য মূল্যে সার সরবরাহে নির্দেশ

ছবি : প্রতিদিনের সংবাদ

ময়মনসিংহের গৌরীপুরে সার পাচার রোধ ও প্রান্তিক কৃষকের জন্য ন্যায্য মূল্যে সার সরবরাহ, ক্যাশ মেমো ও উপযুক্ত ঠিকানা ছাড়া সার না বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়। সভায় সার ডিলার ও খুচরা সার বিক্রেতাদের প্রতি মনিটরিং জোরদার ও কোন অনিয়ম হলে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।

উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহেরর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইউএনও হাসান মারুফ, এসিল্যান্ড নিকহাত আরা, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাম আক্তার রুবি, ওসি খান মো. আব্দুল হালিম সিদ্দিকী, সংসদ সদস্যের কৃষি প্রতিনিধি শফিকুল ইসলাম মিন্টু, বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি মোক্তার উদ্দিন চৌধুরী, সার ডিলার রতন সরকার প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গৌরীপুর,সার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close