খুলনা ব্যুরো

  ২৮ আগস্ট, ২০২২

খুলনায় ইসি রাশেদা সুলতানা

ইভিএমে এক প্রতীকে ভোট দিলে অন্য প্রতীকে যাওয়ার প্রমাণ নেই 

ফাইল ছবি

ইভিএম মেশিনে এক প্রতীকে ভোট দিলে সেটি অন্য প্রতীকে চলে গেছে- এমন কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। আমরা প্রমাণ দিতে আহ্বান জানিয়েছি। কেউ যদি প্রমাণ করতে পারে, তাহলে দেড়শ আসনে ইভিএমে ভোট নাও হতে পারে।

গতকাল রবিবার খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা বর্তমান কমিশনের প্রধান লক্ষ্য। তবে কেউ নির্বাচনে আসবে কিংবা না আসবে, কেউ ভোট দেবে নাকি দেবে না, এটি নিজ নিজ অধিকার। তবে নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করতে আগ্রহী।

তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে একটি নির্ভুল ভোটার তালিকার বিকল্প নেই। নির্বাচনের গ্রহণযোগ্যতাও ভোটার তালিকার ওপরেই অনেকাংশে নির্ভর করে। প্রতি বছর অনেকেই ভোটার হওয়ার উপযুক্ত হয়। প্রচার-প্রচারণার মাধ্যমে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে উৎসাহিত করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি বলেন, ‘আমরা চাই নির্বাচনে সব দলের অংশগ্রহণ। কোনো দল নির্বাচনে অংশ গ্রহণ না করলে আমরা কী করতে পারি। আমরা সংবিধানের বিধিবিধানের বাইরে তো কিছু করতে পারি না।’

পরে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ১০ জন নতুন ভোটারের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল আলম, সেনহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়া গাজী, উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ^াস ছন্দ প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খুলনা,ইভিএম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close