আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি

  ২৬ আগস্ট, ২০২২

আদমদীঘিতে তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা

ছবি : প্রতিদিনের সংবাদ

বগুড়ার আদমদীঘিতে অবৈধভাবে গুদামে অতিরিক্ত সার, ধান ও চাল মজুদ রাখায় তিন ব্যবসায়ীর ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতি ও শুক্রবার পৃথক অভিযানে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শ্রাবনী রায়।

আদালত সূত্রে জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার ও শুক্রবার সকালে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামে স্বপন স্টোরে অবৈধভাবে ২০ বস্তা ইউরিয়া সার, ২৫ বস্তা ডিওপি সার, ২০ বস্তা এমওপি সার মজুদ রাখায় স্বপন স্টোরের মালিক স্বপন হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত সার উপজেলা কৃষি অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে কৃষকদের মাঝে নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

এ সময় উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, ছাতিয়ানগ্রাম ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা খাদেমুল ইসলাম মাসুদ, কৃষক প্রতিনিধি জালাল উদ্দীন উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আদমদিঘী,জরিমানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close