reporterঅনলাইন ডেস্ক
  ২৫ আগস্ট, ২০২২

বাগমারায় পৃথক মামলায় গ্রেপ্তার ১৫ 

ছবি : প্রতিদিনের সংবাদ

রাজশাহীর বাগমারায় পৃথক মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ২ মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ওয়াজেদ আলী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে মোট ৯টি মামলা রয়েছে। ওয়াজেদ আলী বড় বিহানালী ইউনিয়নের কুলিবাড়ি গ্রামের বাসিন্দা ওসমান আলীর ছেলে।

এছাড়াও ২৫ গ্রাম গাঁজাসহ শ্রী বিমল, ১০ লিটার চোলাই মদসহ ছাইদুর রহমান সরদারকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের নিয়মিত মামলার এজাহারনামীয় মূল আসামি করখন্ড গ্রামের আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় ৪ ভাই ও ১ বোন মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- গোবিন্দপাড়া গ্রামের লছির উদ্দীনের ছেলে জাকিরুল ইসলাম, রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম এবং জোসনা বেগম।

পরোয়ানাভুক্ত আসামিরা হলেন- মমতাজ হোসেন, শিরিস কুমার, ললিন, রবি বালা, দিপালী রানী এবং কমেলা রানী। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি রবিউল ইসলাম।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাগমারা,মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close