হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ২৩ আগস্ট, ২০২২

ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আদিবাসী স্বীকৃতি দাবি 

ছবি : প্রতিদিনের সংবাদ

আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরের হিলিতে আলোচনা সভা ও আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হিলি ও ফুলবাড়ি উপজেলা আদিবাসী ফেডারেশনের আয়োজনে মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে হিলির জামতলির এনডিএফ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠি হিসেবে নয় আদিবাসী হিসেবে স্বীকৃতি দাবি করেন।

আলোচনাসভা শেষে দুই উপজেলার আদিবাসী শিল্পীদের পরিবেশন সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

উপজেলা আদিবাসী ফেডারেশনের চেয়ারম্যান রুপলাল তিরকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর আঞ্চলিক আদিবাসী ফেডারেশনের সভাপতি কলম্বাস মার্ডী, ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য রিপন সাহা, এনডিএফ এর ম্যানেজার মারকুস সরেন প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আদিবাসী,ক্ষুদ্র নৃগোষ্ঠী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close