চট্টগ্রাম ব্যুরো

  ১৭ আগস্ট, ২০২২

চট্টগ্রামে শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী গিট্টু মানিক গ্রেফতার

ছবি : প্রতিদিনের সংবাদ

দুর্ধর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী মানিক প্রকাশ গিট্টু মানিককে (৪০) গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। বুধবার (১৭ আগস্ট) দুপুরে নগরীর পাচঁলাইশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উত্তর বিভাগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোখলেসুর রহমান এই তথ্য জানান।

ডিসি মোখলেসুর রহমান জানান, গিট্টু মানিকের বিরুদ্ধে বায়েজিদ থানায় অস্ত্র, হত্যা, ডাকাতি, চাঁদাবাজির পাঁচটি মামলার মধ্যে ২টির গ্রেফতারি পরোয়ানা থাকলেও গত দশ বছর সে আত্মগোপনে ছিলো। ভারতে পলাতক শিবির ক্যাডার সাজ্জাদের সঙ্গে তার যোগাযোগ ছিলো। এর আগেও ২০১১ সালের ১১ জুলাই নগরের বায়েজিদ এলাকা থেকে একে-৪৭ রাইফেল ও দুই সহযোগীসহ গ্রেফতার হয়েছিল গিট্টু মানিক।

পুলিশ জানায়, সম্প্রতি বিদেশে পলাতক সাজ্জাদ দেশে থাকা তার ‘বিশেষ বাহিনীর’ সদস্য গিট্টু মানিকসহ অন্যান্য সদস্যদের পুনরায় সংগঠিত করে চাঁদাবাজি করে আসছিলো। গত ২০ জুলাই বায়েজিদ বোস্তামি থানার চালিতা তলিতে কমফোর্ট হোমটেক্স মেট্রেস এন্ড পিলো ফ্যাক্টরিতে দাবিকৃত চাঁদা না পেয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এই ঘটনায় জড়িত সাজ্জাদের সহযোগী মোবারক হোসেন ও জিসান নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মানিক প্রকাশ গিট্টু মানিক নগরীর বায়েজিদ বোস্তামী থানার হামিদপুর এবাদুল্লাহ হাজীর বাড়ির নুর মোহাম্মদ ছেলে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানার চৌধুরীরহাট ছড়ারকুল এলাকায় মঙ্গলবার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে শিবির ক্যাডার সাজ্জাদ ও নুরনবী ম্যাক্সনের সহযোগী দীর্ঘ ১০ বছর আত্মগোপনে থাকা শীর্ষ সন্ত্রাসী মানিক প্রকাশ গিট্টু মানিককে গ্রেফতার করা হয়। সাজ্জাদের হয়ে সে এলাকায় প্রকাশ্যে ও গোপনে চাঁদাবাজি, ডাকাতি খুনসহ বিভিন্ন ধরণের অপরাধ মূলক কর্মকাণ্ড করে আসছিল।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,শিবির ক্যাডার,গিট্টু মানিক গ্রেফতার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close