নিজস্ব প্রতিবেদক

  ১৩ আগস্ট, ২০২২

মতিঝিলে ১৮ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় কাজ করার সময় ১৮তলা ভবন থেকে পড়ে মো. শিপন (২২) নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিপনের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের দক্ষিণ নাজিরপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ ইউনুস আলী। তিনি মতিঝিল এলাকায় বসবাস করতেন। পেশায় তিনি একজন থাই অ্যালুমিনিয়াম দিয়ে স্টাক্চার নির্মাণের মিস্ত্রি।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সৈয়দ আলী বলেন, ‘মতিঝিল শাপলা চত্বরে মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানির ১৮ তলা ভবনের বাইরের অংশে অ্যালুমিনিয়ামের কাজ করছিলেন শিপন। মূলত সেফটি বেল্ট ব্যবহার না করায় হঠাৎ তিনি পড়ে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রমিকের মৃত্যু,মতিঝিল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close