মাগুরা প্রতিনিধি

  ১৩ আগস্ট, ২০২২

শ্রীপুরে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি

মাগুরার শ্রীপুরে সাপের ছোবলে কামড়ে রিয়াদ জোয়ার্দার (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রিয়াদ উপজেলার সদর ইউনিয়নর হাগলডাঙ্গা গ্রামের মিজানুর জোয়ার্দারের ছেলে এবং হাগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে ঘুমন্ত অবস্থায় ঘটনাটি ঘটে।

পরিবার সূত্র জানায়, রিয়াদ রাতে দাদী ও তার ২ বছরের ছোট ভাইয়ের সঙ্গে ঘুমিয়েছিল। রাতে একটি বিষাক্ত সাপ রিয়াদের বাম হাতে ছোবল দেয়। পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় ওঝা তোঁতার বউয়ের কাছে নিয়ে যায়। ওঝা বিষ নামানো হয়েছে বলে জানালে শিশু রিয়াদকে বাড়িতে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে মাগুরা সদর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফরিদপুর মেডিকেলে পাঠায়। ফরিদপুরে নেওয়ার পথে রিয়াদের মৃত্যু হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাগুরা,শ্রীপুর,সাপের কামড়,শিক্ষার্থীর মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close