সাদমান সময়, মিরসরাই (চট্টগ্রাম)
অবসর নিলেন মিরসরাইয়ের শিক্ষক মনজুর কাদের চৌধুরী

চট্টগ্রামের মিরসরাই অঞ্চলের সফল একজন শিক্ষক মনজুর কাদের চৌধুরী। মধ্য তালবাড়ীয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ে গত সোমবার (৮ আগস্ট) শিক্ষকতা জীবনের শেষ কার্যদিবস পার করে মঙ্গলবার অবসর ছুটিতে গেছেন তিনি। শিক্ষকদের বন্ধুখ্যাত যুগপৎ শ্রদ্ধার পাত্র মনজুর কাদের চৌধুরী মধ্য তালবাড়ীয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এই প্রতিষ্ঠানে দীর্ঘ ১৫ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
মনজুর কাদের চৌধুরী ছিলেন শিক্ষক সমাজের বন্ধু। বিপদে আপদে ছিলেন সকলের সারথি। ২০১২ সাল থেকে অদ্যাবধি দুই মেয়াদে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মিরসরাই উপজেলা শাখার নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মিরসরাই সদর ইউনিয়নের প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা যায়, মনজুর কাদের চৌধুরী মিরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের শেখেরতালুক গ্রামের স্বনামধন্য পাগলাওয়ালা চৌধুরী বাড়ির দলিল লেখক গোলাম কাদের চৌধুরীর এবং শামসুর নাহার পরিবারে ১৯৬৩ সালের ১০ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে এসএসসি, ১৯৮২ সালে এইচএসসি, এবং ১৯৮৪ সালে নিজামপুর কলেজ থেকে বি.কম পাস করেন। মনজুর কাদের চৌধুরীর পিতা মরহুম গোলাম কাদের চৌধুরী মিরসরাই উপজেলা দলিল লিখক সমিতির আমৃত্য সভাপতি ছিলেন।
মনজুর কাদের চৌধুরীর ১৯৮৭ সালের ১৬ এপ্রিল উপজেলার পূর্ব হাইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে প্রথম চাকরিতে যোগদান করেন। এরপর ১৯৮৮ সালে মিরসরাই এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২০০২ সালে মধ্য তালবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিযুক্ত হন। তিনি ২০০৪ সালে পদোন্নতি পেয়ে উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথবারের মতো প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে ২০০৭ সালের শেষের দিকে বদলি হয়ে মধ্য তালবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘ ১৫ বছর। শিক্ষকতা জীবনে তাঁর অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আজ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে সফলতার সাক্ষর রেখেছেন।
একই প্রতিষ্ঠানে দীর্ঘ ১৫ বছরের কর্মজীবনের শেষ দিন বিদায় বেলায় সকলের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং অফিস সহকারী সকলেই কান্নায় ভেঙ্গে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান শিক্ষক মনজুর কাদের চৌধুরীর বিদায় বেলার একটি ভিডিও চিত্র ভাইরাল হয়। শিক্ষার্থীদের কান্নায় পুরো স্কুল মুখরিত তাদের স্যার একবার একেকজনের মাথায় বুলিয়ে দিচ্ছেন শান্তনার হাত। যে হাতের নিভৃত ভাষা ছিল ‘আমি আছি তোদের হৃদয়ে তোদের শ্রদ্ধায় তোদের ভালোবাসায়’।
মধ্য তালবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইকবাল হোসেন বলেন, ‘তাঁর বিদায়ী সময় খুবই ব্যথিত। স্যারের সুনাম উপজেলা জুড়ে রয়েছে। উনার অবসর সময় ভালো কাটুক। আল্লাহ উনাকে দীর্ঘ হায়াত দান করুক’।
বিদায়ী প্রধান শিক্ষক মনজুর কাদের চৌধুরী বলেন, ‘ কেবল পুথিঁগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উৎকর্ষতা বিকাশের মাধ্যমে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান টেকসই হয়ে থাকে। এই বিদায় আমাকে বাকরুদ্ধ করেছে শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের আন্তরিকতা আর অশ্রুসজল চোখে’।
ব্যক্তিগত জীবনে তার স্ত্রী, তিন সন্তান এবং তিন ভাই ও এক বোন রয়েছে। বড় ছেলে আইনুল কাদের চৌধুরী মাস্টার্স পাস করে ঠিকাদারি ব্যবসায় জড়িত। মেঝ ছেলে রায়হানুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন। ছোট ছেলে নেহাইনুল কাদের চৌধুরী প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে এইচএসসি ২য় বর্ষে অধ্যয়নরত। ভাইবোনের মধ্যে মনজুর কাদের চৌধুরী সবার বড়। মেঝো ভাই শাহীনুল কাদের চৌধুরী আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি ২০১১ সালের নির্বাচনে নির্বাচিত হয়ে ৫ বছর মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। শাহিনুল কাদের চৌধুরীর সহধর্মিনী ইয়াছমিন শাহীন কাকলী মিরসরাই উপজেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান।
ছাত্রজীবনের প্রথমদিকে মনজুর কাদের চৌধুরী বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাথে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি