চাটমোহর (পাবনা) প্রতিনিধি
চাটমোহরে গন্ধগোকুলের দুটি শাবক উদ্ধার

চাটমোহর বিলচলন ইউনিয়নের রামনগর গ্রাম থেকে বিলুপ্তি প্রায় গন্ধগোকুল দুইটি শাবক উদ্ধার করেছে এলাকাবাসী। রবিবার (৭ আগষ্ট) সন্ধ্যায় চাটমোহরে এই প্রথম এমন বণ্যপ্রাণি দেখা যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলামের উপস্থিতিতে শাবক দুটি সন্ধ্যার পর পাশের জঙ্গলে ছেড়ে দেয় এলাকাবাসী।
জানা গেছে, রবিবার সন্ধ্যায় রামনগর গ্রামের উত্তরপাড়ার বিল্লাল হোসেনের বাড়ির একটি নাড়িকেল গাছে কিছু পাখি উড়তে থাকে। এ সময় তিনি লক্ষ্য করেন, পাখিগুলো কোনো প্রাণির শাবককে ঠোকরাচ্ছে। কিছু সময় পর গাছ থেকে তিনটি প্রাণি শাবক মাটিতে পরে যায়। গন্ধ গোকুল শাবকগুলোর মধ্যে একটি পালিয়ে গেলেও দুটি শাবক ধরে ফেলেন তিনি।
বিল্লাল হোসেনের ছেলে ফারুক হোসেন, এ সি জীবন খান ও মাহফুজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। সন্ধ্যার পর চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম ঘটনাস্থলে যান।
তিনি জানান, চাটমোহরে এমন বন্যপ্রাণি আগে দেখা যায়নি। প্রাণি দুটির মাও হয়তো আশেপাশে কোথাও আছে। বিভিন্ন দপ্তরে কথা বলে তিনি শাবক দুটি পাশের জঙ্গলে ছেড়ে দিতে বলেন। এ সময় বিল্লাল হোসেনের ছেলে ফারুক বাড়ির পাশের জঙ্গলে শাবক দুটি ছেড়ে দেন।