মাগুরা প্রতিনিধি

  ০৯ আগস্ট, ২০২২

মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ছবি : প্রতিদিনের সংবাদ

ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ ও বিস্তারে আদিবাসী নারীদের ভূমিকা এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে শহরের নতুন বাজার থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে মাগুরা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। অনুষ্ঠিত সমাবেশ সভায় বক্তব্য রাখেন মাগুরা জেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমন্বয় পরিষদের আহবায়ক সুবোধ বাগদি, সদস্য সচিব শিশির রায়, উপাধ্যক্ষ উত্তম কুমার বিশ্বাস, বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠীর সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, দরিদ্র নারী ও শিশু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শাপলা রাণী বাগদি, আদিবাসী যুব কল্যাণ সমিতির সভাপতি মন্টু বিশ্বাস প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা-আদিবাসী জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সমাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ বৃদ্ধি করা, সরকারি চাকরিতে আদিবাসী জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা করাসহ ৮ দফা দাবি বাস্তবাস্তবায়নের দাবি জানান। মাগুরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমন্বয় পরিষদ এ সমাবেশের আয়োজন করে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাগুরায়,আন্তর্জাতিক আদিবাসী দিবস,পালিত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close